আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

ভোরের আলো বিডি ডেস্কঃ

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পল্টন থানা পুলিশ চামেলীবাগের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।

তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। সীমান্ত খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে।

এনটিভির হেড অব নিউজ ফকরুল আলম জানান, সীমান্ত খোকনের মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাসায় যাচ্ছি। কিছু বিষয় নিয়ে মানসিক হতাশায় ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলেন: লাশ যে অবস্থায় দেখা গেছে সেটি আত্মহত্যা নয় বলে বুঝা যায়। তাই রহস্য উদ্ঘাটনে তৎপর হলে অন্য কিছু রহস্যময় ঘটনা বেরিয়ে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। রহস্যজনক মৃত্যু বলে বিভিন্ন পত্রিকায় খবরও প্রকাশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category