🔴সাহিত্যের সংজ্ঞা ও নমুনা🔴
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
~~~~~~~~~~~~~~~~~~~~
“হিতের সাথে বিদ্যমান যাহা
তাহাই সাহিত্য বটে,
স্বীকার করা হউক না হউক
বলি তাহা অকপটে!
***************************
ভোরের আলো সাহিত্য আসর
করিয়াছে তাহা প্রমাণ,
সহিত শব্দের সার্থকতা দেখিয়েছে
হইয়া সকলেই একপ্রাণ!
****************************
পবিত্র দিনে এক সাথে সবাই
দেখিতে আসেন রোগী,
মনে হইয়াছে সকলেই এক ভাই
সকলেই যেন ভুক্তভোগী!
****************************
ভোরের আলো সাহিত্য আসর
এমন কী শিক্ষা দিয়াছে ভাই,
সাহিত্যের সংজ্ঞা খুঁজিয়া তাহাতে
বাস্তব নমুনা বুঝিয়া পাই।”
*****************************
২২আগষ্ট-২০২৫ খৃঃ,শুক্রবার।
****************************
সাধু ভাষায় লেখার চেষ্টা করা হইয়াছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~
Leave a Reply