Update Time : সেপ্টেম্বর, ১০, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ
767 View
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তাজমা দাতব্য চিকিৎসালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বিজয়ের মোড় খাজুরিয়াপাড়া কমপ্লেস এই প্রতিষ্ঠা বার্ষিকী
উদযাপন করা হয়।দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক আব্দুর রাজ্জাক ওরফে বাচ্চু ডাক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ান সিরামি· ইন্ড্রাট্রিজ লিমিটেডের পরিচালক ,নরিমে· ফিলিংষ্টেশন
এবং টাচ এ্যান্ড টেক এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আব্দুল বারি। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছামছুর রহমান,তোফাজ্জল হোসেন ও নান্নুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান সুত্র জানায়,গত সাত বছর ধরে সপ্তাহের প্রতি শনিবার এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষদের বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।#
Leave a Reply