আবুসাঈদঃ জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামের ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা পরিবার পরিবার।
১১ আগষ্ট, রবিবার, সকাল ১১ ঘটিকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পাকুন্দিয়ার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়িতে। এতে উপস্থিত ছিলেন স্থানীয়মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের মোছাঃ ফরিদা ইয়াসমিন, শেফালী, কাঞ্চন মিয়া ও হাসি সহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গংরা বলেন, ষাইটকাহন এলাকার সুনাম উদ্দিনের মেয়ে মমতাজ বেগম গত এক বছরে ৯ টি মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে ৬ টি পরিবারকে হয়রানি করে আসতেছিল। শুধু মিথ্যা মামলায় হয়রানী নয়, সেই সাথে জমাজমিও দখল করে নিয়েছে আমাদের। ভাড়াটে গুণ্ডা বাহিনী দিয়ে সে এসব অপকর্ম করে হাতিয়ে নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা।
অর্থ না পেলেই চলে হামলা ও মিথ্যা মামলা। মমতাজ বাদী হয়ে তার ভাইকেও বিবাদী সাজিয়েছে। এটা তাদের সাজানো নাটক। এভাবে অন্যদের সাথে এমন মামলার নাটক করে চলছে দীর্ঘদিন ধরে। ফলে তার মামলায় অসহায় হয়ে পড়েছে পরে এলাকার শান্তিকামী মানুষ। এমনকী বিদেশে বসবাসরত প্রবাসীকেউ রেহাই দেয়নি তার মামলা থেকে। এমন এক ভুক্তভোগী বিদেশে থাকা আসামীর নাম কাঞ্চনক মিয়া। মানসিক সমস্যার রোগীকেও এসব মামলায় আসামি করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
মামলা বাজ ও জমি দখলবাজ মমতাজের শশুর বাড়ী সদর উপজেলার নান্দলা হলেও বিভিন্ন সময়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য বাবার বাড়ীতে এসে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের পৈত্রিক জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে। এছাড়াও মমতাজ তার ভাই গিয়াস উদ্দিনের মাধ্যমে স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে জোর করে অন্যের জমি ক্রয় বিক্রয় করে বিশৃঙ্খলা চালিয়ে আসছে।
মুক্তিযোদ্ধার স্ত্রী তার বক্তব্যে বলেন, আমার স্বামী মৃত আবুল হোসেনের কবরের উপর গরুর ময়লাসহ আবর্জনা ফেলে রাখে। আমরা নিষেধ করলে গিয়াস উদ্দিন, মমতাজ ও তার সঙ্গীয় গুণ্ডা বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালায়। এসব ঘটনায় এলাকাবাসীসহ প্রশাসনের লোকজন বিভিন্ন সময়ে দেন-দরবার ও আইনী সহায়তার পরামর্শ দিয়েও মমতাজ বাহিনীর হাত থেকে আমাদের রক্ষা করতে পারছেনা। বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে থানা ও কোর্টে দাখিলকৃত মিথ্যা মামলার জালে ফেলে আমাদের টাকা পয়সা, বাড়ী-ঘরের অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে।
মমতাজ বাদী হয়ে এবং তার ভাইদের সাক্ষী করে এসব মামলা সাজিয়ে আমাদের লোকজনকে বাড়ীর বাহিরে রেখে এ সুযোগে আমাদের জমিতে ঘর তৈরি করে দখল করে নেয়। এমনকি তাদের পরিবারের বিভিন্ন ঝগড়া ঝাটিতেও আমাদেরকে আসামি করে হেনস্থা করে যাচ্ছে। সত্য ঘটনা উদ্ঘাটন করে মমতাজের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ সম্মেলনের আয়োজনকারী এই পরিবার।
Leave a Reply