আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইল লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রার্থিতা বাছাই সম্পন্ন

ভোরের আলো ডেস্কঃ নড়াইল লোহাগড়া উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) বেলা ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অফিসার আব্দুল হামিদ এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময়ে তিনি বলেন, চাচই ধানাইড় মাধ্যমকি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করলে সাধারণ অভিভাবক সদস্য পদে ১৭ টি, সংরক্ষিত অভিভাবক সদস্য পদে ১৩ টি, শিক্ষক প্রতিনিধি পদে ২ টি, সংরক্ষিত দাতা সদস্য পদে ১ টি মনোনয়নপত্র ক্রয় করেন।
মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা মো.রবিউল ইসলাম (সুরুজ) ,মেহেদী হাসান, সাগর শেখ ,জেসমিন নাহার শিল্পী; শাহ্ মো.ফেরদৌস( সোহেল), মো. জাবের শেখ ,খোয়াজ আলী খন্দকার,সৈয়দ মাহাবুর রহমান প্রিন্স ,আজাহার মোল্ল্যা ,মেজবাহ্ উদ্দনি পারভেজ ,সেলিনা পারভীন , ইকবল হোসেন ,অনিমেষ পাঠক , সুখিয়া খানম ,এস এম মাহমুদুল হাসান জিরু , খন্দকার ফয়সাল আলী , হাফিজুর রহমান ,রুহুল আমিন । বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইঅন্তে তাদের সকলকে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৯ তারখি চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী ২ তারিখ বেলা ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মাধ্যমিক বিদ্যালয়ের ভোটার তালিকার অনিয়মের অভিযোগ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category