আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

ভোরের আলো ডেস্কঃ কিশোরগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল ১২অক্টোবর বুধবার।

১৯৬৯ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষে এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেন।

জাতীয় শ্রমিকলীগের এই ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় নেতা কর্মীরা।

এ উপলক্ষে বিভাগীয় শহর তথা ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,খুলনা,বরিশাল,সিলেট,রংপুর ও ময়মনসিংহ সহ দেশের ৬৪জেলায় নানা কর্মসূচি পালনের মধ্যি দিয়ে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সারাদেশের অংশ হিসেবে গতকাল ১২অক্টোবর, বুধবার সকালে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কিশোরগঞ্জের জেলা কমিটি,থানা কমিটি,পৌরকমিটি ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

এসব কমিটিসমূহ একযোগে সকাল ১১ঘটিকায় কিশোরগঞ্জ শহরের একরামপুর এসে জমা হয়। অতঃপর সেখান থেকে এক বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।
র ্যালিটি একরামপুর হতে পুরাণথানা,গৌরাঙ্গবাজার,কালীবাড়ি, আখড়াবাজার,আঠারবাড়ী কাঁচারী ও বড় বাজার হয়ে স্টেশন রোডস্থ শ্রমিকলীগের কার্যালয়ে এসে শেষ হয়।

এ র ্যালিতে নেতৃত্ব দেন জাতূয় শ্রমিকলীগের জেলা কমিটির সভাপতি এবএএম মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ। তাছাড়া নেতৃত্বের শিরোভাগে ছিলেন জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক আনিছুজ্জামান আনিছ ও জেলা কমিটির শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম।


জাতীয় শ্রমিক লীগের খন্ড খন্ড মিছিলের মধ্যে কিশোরগঞ্জ পৌর শ্রমিকলীগের মিছিলে নেতৃত্ব দেন পৌরকমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মীর নাঈম।

পৌরশ্রমিকলীগের অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন,সহসভাপতি মোঃ ইমরান খান,পৌরকমিটির সহসাধারণ সম্পাদক মোঃ শিহাব মিয়া,প্রচার সম্পাদক মোঃ দুলাল মিয়া, শ্রমিককল্যান বিষয়ক সম্পাদক বিক্রম দাস, সহশ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামীম মিয়া,সহদপ্তর সম্পাদক ছাব্বির আহমেদ।

জাতীয় শ্রমিকলীগের কিশোরগঞ্জ থানা কমিটির খন্ড মিছিলে নেতৃত্ব দেন থানা কমিটির সিনিয়র সহসভাপতি মহররম মিয়া, সহসভাপতি মোঃ সিরাজ মিয়া,সাধারণ সম্পাদক মোঃ মঞ্জিল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে বিভিন্ন ওয়ার্ড থেকেও খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসব ওয়ার্ড সমূহের মধ্যে ৮নং ওয়ার্ড থেকে আসা শ্রমিকলীগের সভাপতি মোঃ রোকন মিয়া, ৭নং ওয়ার্ড থেকে আসা সভাপতি সৌরভ ও সাধারণ সম্পাদক পলাশ,৫নং ওয়ার্ড থেকে আসা সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া ও ১নং ওয়ার্ড থেকে আসা সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া খুবই উজ্জীবিত ছিলেন। তারা সবাই অনুষ্ঠানস্থলটিকে প্রাণবন্ত করে রাখে।


র ্যালি শেষে জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানুয়ে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category