ভোরের আলো ডেস্কঃ
আজ ১৪ অক্টোবর, শুক্রবার সকাল ৯ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের ৭৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে (ভোরের আলো সাহিত্য আসরের অস্থায়ী কসর্যালয়) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নাট্যকার, গীতিকার, গল্পকার আজিজুর রহমান।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলোর প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশাখাঁ সাহিত্য সাময়িকীর সম্পাদক আফসার আশরাফী,
নবীপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা মোঃ মহররম আলী, ভোরের আলো সাহিত্য আসরের নারী অংশের সভানেত্রী সুবর্ণা দেবনাথ, সংগঠনের নিয়মিত শিল্পী মাজহারুল ইসলাম, সংগঠনের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হাসান রুবেল, পাঠাগার প্রেমী আলমগীর অলিক, ইসলামী সংগীত পরিবেশক মোঃ আজহারুল ইসলাম, ও ভোরের আলো সাহিত্য আসরের কার্যকরী সদস্য মির্জা মাহবুবা বেগ মৌসুমী।
সাহিত্য সভায় পাকুন্দিয়া হতে প্রকাশিত ঈশাখাঁ নামের সাহিত্য সাময়িকীর বিশেষ এক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
Leave a Reply