আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে অস্ত্র মামলায় মো. মাসুদ মিয়া নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর এলাকার আসাদ মিয়ার ছেলে। এসময় আসামি মো. মাসুদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৮ জানুয়ারি দিনগত রাতে বাজিতপুর উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মাসুদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছে থেকে একটি দেশি শ্যুটার গান জব্দ করা হয়। পরে তার নামে অস্ত্র আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে মাসুদ মিয়ার নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে এ রায় দেন বিচারক।

আদালত সূত্র এবং ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category