আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুলশান-২এ বহুতল আবাসিক ভবনে আগুন

মো:সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি

রাজধানীর গুলশান-২নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আজ ১৯শে ফেব্রুয়ারি রোজ রবিবার সন্ধ্যা ৭ঘটিকায় আগুন লেগেছে।ঐ ভবনে অনেক পরিবাবের বসবাস।এখনো পর্যন্ত ১জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।নিহত ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে নাকি অগ্নিকাণ্ডের মূহুর্তে লাফিয়ে পড়ে মারা গেছে এ বিষয়ে সঠিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল থেকে জানা যায়, রাত ১০টা ২০মিনিটে অজ্ঞাত একটি লাশ নিয়ে হাসপাতালে আসেন আশিষ বিশ্বাস নামের এক ব্যক্তি।আশিষ বিশ্বাস হলো বনানী ক্লিনিকের স্টাফ। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে গুলশান থানার এসআই সুজন চন্দ্র দে বলেন,গুলশান-২-এর ১০৪নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ভবনে আগুন লেগেছে এমন খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে হাজির হই।
ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট কাজ করেছে।আটকে পড়া লোকদের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস।আটকে পড়া লোকদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহল্লাবাসীরা চেষ্টা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category