আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

LGSP-3 প্রকল্পের আওতায় দেহুন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ৭ ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ

মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট (LGSP-3)প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ৭জন ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এলজিইডির এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের বরাদ্দ থেকে দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ৭জন মেধাবী ও দরিদ্র ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। দেহুন্দা ইউনিয়ন পরিষদ এই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হানিফ, প্যানেল চেয়ারম্যান মো: সবুজ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, রুবেল মেম্বার, সোহেল মেম্বার প্রমুখ।

চেয়ারম্যান এম এ হানিফ জানায়,”জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে।তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আমরা সর্বদাই সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা জনগণের দোয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category