আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত ১১২ জন।

হাজী মোঃ আবু সাঈদ (  বার্তা সম্পাদক )ঃ বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে ১১২ জনকে।

সোমবার (২০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এতে ৯৫ জন পুরুষ এবং ১৭ জন নারী নির্বাচিত হয়েছেন। নিয়োগপ্রাপ্তরা জানান, ঘুষ ও কোনো ধরনের তদবির ছাড়াই তাদের চাকরি হয়েছে।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সোহান সরকার, কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল আমিন হোসাইন প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্ধারিত রীতি ও নীতির মধ্য দিয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। পরীক্ষায় উত্তীর্ণদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করবেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, টিআরসি পদে চলতি বছরের ৪, ৫ ও ৬ মার্চ প্রাথমিকভাবে নির্বাচিত করার পর লিখিত পরীক্ষা হয় ১২ মার্চ এবং চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০ মার্চ। ৩৮৫৬ জন পরীক্ষার্থী ফিজিক্যাল এনডুরেন্স টেস্টে অংশগ্রহণ করেন। এতে ৭১২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। মাঠপর্যায়ে, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে জেলায় মোট ১১২ জনকে উত্তীর্ণ করা হয়েছে।

পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ চূড়ান্ত হওয়া প্রার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী ও পুলিশ হ্যান্ডবুক উপহার দেন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category