আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নীড এগ্রো ফার্মের সিইও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসে

মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি

NEED AGRO ফার্মের CEO দেওয়ান মো: এনায়েতুল ইসলাম ২৭শে মার্চ রোজ সোমবার আজ বিকাল ২:৩০ঘটিকায় ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কমকর্তা(ইউএলও) ডা: মো: মাহাবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় সঙ্গে ছিলেন নীড এগ্রো ফার্মের এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম,মনির হোসেন ও সাংবাদিক মো: সারোয়ার জাহান প্রমুখ।

দীর্ঘক্ষণ আলাপচারিতায় নীড এগ্রো ফার্মের CEO দেওয়ান মো: এনায়েতুল ইসলাম তার কোম্পানির ঔষধের গুনাগুন সম্পর্কে ডা: মো: মাহাবুবুল আলম-কে জানান দেন।

গাভী হিটে আসার ঔষধ ফারটাইল-এইচ কে খামারিদের দূর্বল জায়গা বলে উল্লেখ করেন।পাশাপাশি ডাক্তার সাহেব নীড এগ্রো ফার্মের ঔষধ লিস্ট দেখে ব্যাপক প্রশংসা করেন।একপর্যায়ে ডা: মাহাবুবুল আলম CEO কে উদ্দেশ্য করে রসিকতা করে বলেন,রোজার দিন কিভাবে আপনাদের সেবা যত্ন করি!রোজার পরে সময় করে অবশ্যই আমার অফিসে আসবেন।আপনাকে যথাযোগ্য মর্যাদায় আপ্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category