আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেহুন্দা ইউনিয়ন পরিষদে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

২১অক্টোবর(শনিবার) করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন পরিষদে এ ফ্রি ক্যাম্পিং করা হয়।মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সার্জারী, অর্থোপেডিক্স, মেডিসিন, গাইনী,চক্ষু ও দন্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের মধ্য থেকে অপারেশনের জন্য ২০ জন চক্ষুরোগী ও ৬ জনকে সাধারণ সার্জারীর জন্য বাছাই করা হয়। পরে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়।


সকাল ১০ ঘটিকায় এ ক্যাম্পিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান,২৫০শষ্যা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট(অর্থোপেডিক্স)ডাঃ আনিসুজ্জামান, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ হানিফ,নীড এগ্রো ফার্মের সিইও দেওয়ান এনায়েতুল ইসলাম, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান জানান, “ফ্রি মেডিকেল ক্যাম্প প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের একটি চলমান প্রক্রিয়া। বছরের একাধিক সময় জেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সার্জারী রোগীদের অপারেশন করা হয়।”

চেয়ারম্যান এম এ হানিফ বলেন,“প্রফেসর ডা.আ.ন.ম নৌশাদ ভাইয়ের আন্তরিকতায় আমার এলাকার লোকজন ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছে। আমি এই এলাকার চেয়ারম্যান হিসেবে তার প্রতি কৃতজ্ঞ।তিনি সারাদিন তার অভিজ্ঞ স্টাফ নিয়ে আমার এলাকার হতদরিদ্র লোকদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category