আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে জমি চাষকে কেন্দ্র করে কৃষক নিহত

  1. মোঃ সারোয়ার জাহান, বিশেষ প্রতিনিধি
কিশোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে জ‌মি‌তে হালচাষ‌কে কেন্দ্র করে সিরাজুল ইসলাম(৪২) নামে এক  ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে। নিহত সিরাজুল ইসলাম করিমগঞ্জ পৌরসভার কলাতুলী গ্রামের আব্দুল মোতালিবের সন্তান।সিরাজুল ইসলাম কৃষি কাজের পাশাপাশি ব্যবসা করতেন।একই ঘটনায় আহত হ‌য়ে‌ছেন তার স্ত্রী। গতকাল ৭ই এপ্রিল রোজ শক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
  1. পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলা‌মের জ‌মি‌তে ট্রাক্টর দি‌য়ে  যখন হালচাষ করছি‌লেন একই গ্রা‌মের মু‌জিবুর রহমা‌নের ছে‌লে জামান তখন  জমির মালিক সিরাজুলের কাছে জমি চাষের টাকা চায়। শুক্রবার সন্ধ্যার দিকে জ‌মি চা‌ষের এই টাকা চাওয়া‌কে কেন্দ্র ক‌রে ট্রাক্টর মা‌লিক জামা‌নের সা‌থে কথা কাটাকা‌টি হয় সিরাজু‌লের। এ সময় তি‌নি প্রতিপক্ষের আক্রমণের ভ‌য়ে দ্রুত জ‌মি থে‌কে বা‌ড়ি‌তে চ‌লে যান। কিছুক্ষণ পর জামান ও তার স্বজনরা দেশিয় অস্ত্রসস্ত্র নি‌য়ে আক্রমণ চালায় সিরাজুল ইসলা‌মের বা‌ড়ি‌তে। এ সময় ঘ‌রের ভেতর কু‌পি‌য়ে গুরুতর আহত করা হয় সিরাজুল‌কে। পরে আশঙ্কাজনক অবস্থায় তা‌কে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে, দায়িত্বরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।
ক‌রিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সি‌দ্দিকী জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য ২ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। মূল হত্যাকারী‌দের ধর‌তে অভিযান চালা‌চ্ছে পু‌লিশ। এ ঘটনায় থানায় মামলা দা‌য়ে‌রের প্রস্তুতি চল‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category