মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
রাজধানী ঢাকার নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আজ শনিবার সকাল পৌনে ৬টায় বিপণি বিতানের দ্বিতীয় তলায় লাগা আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য তলাতেও। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফারায় সার্ভিসের ২৮টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর সদস্যগণ।
আগুনের খবর পেয়ে যেসব দোকানি দ্রুত আসতে পেরেছেন তারা প্রাণপণ চেষ্টায় ঈদ উপলক্ষে দোকানে তোলা কাপড় সরাতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতেরও খবর মেলেনি।
আইএসপিআর জানিয়েছে, তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে।
আর ফায়ার সার্ভিসের পাশাপাশি সকালের দিক থেকে আগুন নেভাতে ও আশপাশের পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।
সেখানকার দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু।
বাহিনীর এক বার্তায় জানানো হয়েছে, সেখানে ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
ঈদের আগে ঢাকার পোশাকের অন্যতম বড় বিপণি কেন্দ্র বঙ্গবাজারে আগুনের ঘটনার রেশের মধ্যেই নিউ সুপার মার্কেটে বড় ধরনের এ অগ্নিকাণ্ডের খবর এলো।
এগার দিন আগে এমনি এক সকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের টিন ও কাঠের তৈরি তিন তলা মার্কেটে।
Leave a Reply