সাহিত্য কলাম/(স্বরচিত কবিতা)
জ্বি হুজুর জ্বি হুজুরে
যিকির দিবস-রাত
তেলের মাথায় তেল মাখায়ে
ভুবন দিনপাত।
কেহ খায় দামী খাবার
কেহ খায় মাটি
কেউবা ঘুমায় সোনার খাটে_
কেউবা পাথর চাটি।
মাটি খাদক চাচার কথা
বলতে লাগে শরম
এক সকালে দেখি তারে
খাচ্ছে কাদা নরম।
তাহার মত এমন কপাল
হতেও পারে আমার
জীবন কারে কখন মারে
মন্ত্রীও হয় চামার ।
এমন যদি হতো তবে
মাটি খেতো সবে
বেলে-দোআঁশ এটেঁল মাটি_
কোনটি ভালো হবে !
মাটির মানুষ মাটি খেতো
পেতো নাকো দোষ
অপনীতির নামে তবে_
কেউ খেতোনা ঘুষ।
চাচা তাতে মাটি খেতে
কি আর হতো ভুল
ধনী হবার নামেই ক’জন
পাঁকতে দিতো চুল।
অপরাধে পাহাড় সমান_
লুট কি হতো ধন !
লাগাম ছাড়া দামের তাড়ায়
পুড়তো কি আর মন !
Leave a Reply