আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ন্যায় অধিকার /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য কলাম/স্বরচিত কবিতা

 

বিচার যদি হেঁটে চলে
অন্ধ গলির পথে
জেগে থাকা ঘুমের কোলে
বেহুঁশ রূপের রথে
ধর্ষণ হলে যায় কি আসে
ন্যায়ের কথা বলে !

বিচার যদি ক্ষমতা জোরে
স্বার্থের গান গায়
অপরাধী দল ঘুরবে পথে
ধর্ষিতা ভয় পায়
ধর্ষণ হলে যায় কি আসে
ন্যায়ের কথা বলে !

বিচার যদি হয়গো কভু
পাঁচ মোড়লের ঘাটে
লাঞ্ছিতা তায় পাবে কি রায়
শৃগাল-শকুন হাটে
ধর্ষণ হলে যায় কি আসে
ন্যায়ের কথা বলে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category