❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
আজ ১৯ মে ২০২৩,শুক্রবার ভোরের আলো সাহিত্য আসরের ৮১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানা (মডেল থানা) সন্নিকটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে এই সাহিত্য সভা অনুষ্ঠিত ।
এই সাহিত্যানুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের বিশিষ্ট শিল্পী (অবসর প্রাপ্ত)সরকারি কর্মচারি মোঃ শাহবাজুর রহমান ।
সভাপতির নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা ডাঃ মোঃ হিরা মিয়া
বিশেষ আলোচক ছিলেন সাবেক সেনা সদস্য লায়ন মোঃ জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে আলোচক ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা হাকীম সুলতান আহমেদ,শাপলা তথা প্রকৃতিপ্রেমি আলমগীর অলিক, সাংবাদিক মোঃ সারওয়ার জাহান, কবি,শিল্পী ও গীতিকার মোঃ জিয়াউর রহমান, লোকজ কবি আফরোজা আক্তার,সংগঠনের নিয়মিত শিল্পী মোঃ মাজহারুল ইসলাম ও শিল্পী রাখাল চন্দ্র দাস । কার্যালয়টিতে শীতাতপ নিয়ন্ত্রিত করে একটি ভারসাম্যপূর্ণ ও আরামদায়ক পরিবেশ তৈরী করায় সাহিত্য আসরের স্থানদাতা ডাঃ হিরা মিয়ার ভূয়সী প্রশংসা করা হয়। সভায় অসুস্থ সভাপতি আজিজুর রহমান, অসুস্থ প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি বয়োবৃদ্ধ আবুল বাহার, বীরমুক্তিযোদ্ধা এম এ মতিন মহোদয়গণের সুস্থতার জন্য মঙ্গল কামনা করা হয়। তারা যেন সুস্থ হয়ে অচিরেই সাহিত্য সভায় ফিরে আসেন সেই আশা ব্যক্ত করেন সবাই।
সভাশেষ নবাগত অতিথি ও খন্ডকালীন সময়ের সভাপতি মোঃ শাহবাজুর রহমান এই সাহিত্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে দন্তচিকিৎসক ও টেকনিশিয়ান কবি জিয়াউর রহমানের আপ্যায়নে সবাই ভোজসভায় মিলিত হন।।
Leave a Reply