আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ ২৩মে বঙ্গবন্ধুর জুলিও কুরি উপাধি লাভের ৫০তম বার্ষিকী

রেজাউল হাবিব রেজা/ সম্পাদক

✍️✍️✍️✍️✍️✍️_________________

কিছু মানুষ তার কর্ম ও তৎপরতায় অমরত্ব লাভ করে। আর তার স্বীকৃতি প্রদান করে একদল অনুসন্ধানী চক্ষুষ্মান দল। বিশ্বে এমন এক অনুসন্ধানী চক্ষুষ্মান দলের নাম “আন্তর্জাতিক বিশ্ব শান্তি পরিষদ।”

সেই শান্তি পরিষদ সারা বিশ্বে অনুসন্ধান চালিয়ে যে কয়জনকে উপাধি দিয়ে বিরল সম্মানে সম্মানিত করেছেন তার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন। কেননা সত্য সংগ্রামে তিনি ছিলেন নিরন্তর আপোষহীন ও সফল এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আর তাই

“১৯৭২সনের ১০ অক্টোবর ১৪০টি দেশের শান্তি পরিষদের সদস্যের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে এ বিরল উপাধি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।”

তারপর ১৯৭৩সালের ২৩মে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তি পরিষদের প্রতিনিধিরা যোগদান করেন। সেখানেই তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র  বঙ্গবন্ধুকে “জুলিও কুরি” উপাধিতে  ভূষিত করে।

“জুলিওকুরির” এ বিরল সম্মান আরো যারা অর্জন করেছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু, চিলির সার্ভে আলেন্দে, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, কিউবার ফিঁদেল ক্যাস্ট্রো, ভিয়েতনামের হো চি মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা  ও মার্টিন লুথার কিংস সহ বিশ্বের বরেণ্য ব্যক্তিবর্গ।

আজ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিওকুরির” উপাধি প্রাপ্তির ৫০তম বার্ষিকী।

এই পদক সৃষ্টি হয়েছিলো “মেরি কুরি ও পিয়েরে কুরি” নামের দুই বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানীর শান্তি প্রতিষ্ঠার সংগ্রামকে স্মরণ করে রাখার জন্য।

১৯৫০ সাল থেকেই বিশ্বশান্তি পরিষদের নেতারা এই উপাধি দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category