সাহিত্য/স্বরচিত কবিতা
বাধা বলেই যৌন মিলন
এতো মধুর লাগে
বাধা বলেই যৌন মিলন
“রমণী” হীরার ভাগে।
বিনা বাধায় মিলন হলে
হতো সহজ পণ্য
ব্যবহারে টিস্যু যেমন__
ময়লা বলে গন্য ৷
সুনাম ধরে রাখতে হলে
সহজে দিওনা ধরা
নারী ঈগল সঙ্গী বাছাই
যাচাই রূপে গড়া।
পলিথিনের মতো করে
গড়িলে তোমার মান
জীবন হবে অসীম আঁধার
নর্দমা তে স্থান।
Leave a Reply