সাহিত্য/স্বরচিত কবিতা (কিশোরগঞ্জ সদর)
এমন সমাজ কেমন রীতি
শিশু ব্ল্যাকমেল করে
দোকান জুড়ে কত্তো খাবার
মজা -মিঠাই তরে।
কাকু অয়পার চকো-ললী
কত নামের বাহার
খায়না শিশু এসব খেয়ে
পুষ্টি যুক্ত আহার।
খাবার সাথে খেলনা-ট্যটু
রঙ -বেরঙের রূপ
কি “ছলনা” করছি সবে
বড়শি পাতা টোপ।
২.
যাহার লোভে সকল শিশু
খারাপ নেশা ধরে
ছলা-কলা চলছে গরম
অনেক বছর ভরে।
লোভ দেখিয়ে খেলনা সহ
বিকি অল্প খাবার
ফসল থেকে বেড়ার দাম
করছে টাকা সাবার।
কম বয়সে অধিক শিশুর
নষ্ট করে দাঁত
তাহা ছাড়াও অধিক রোগে
অঘুম কাটে রাত ।
পরের ক্ষতি মোদের স্বভাব
তাই সমাজে পচন
ঢিল ছুড়লে পাথর খাবে
মনে রেখো বচন।
Leave a Reply