মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
৫ জুন আজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় কিশোরগঞ্জ শহরের কালিবাড়ি মোড়ো “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই একসাথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ মহিলা পরিষদ, মানবিকতায় কিশোরগঞ্জ এর যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ম.ম. জুয়েল।
মানববন্ধনে সকল ধরণের প্লাস্টিক ও পলিথিন ব্যবহার নিষিদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ, প্লাস্টিক দূষণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতার উদ্যোগ গ্রহণ, প্লাস্টিক প্রযুক্তির পরিবর্তে জৈব প্রযুক্তির ব্যবহার বিশেষত পাটজাত পণ্যের উৎপাদনে উৎসাহিত করা এবং বাজারজাতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণ, বিজ্ঞান সম্মত বর্জ্যে ব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণ, নরসুন্দা নদী দখলমুক্ত, দূষণ রোধ ও নদীর পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য সিএস মূলে নদীর সীমানা পিলার স্থাপন, পুকুর ভরাট ও দখলরোধে প্রশাসনের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ, পৌর কর্তৃপক্ষকে স্থাপনা নির্মাণ অনুমোদনে ইমারত নির্মাণ বিধি অনুসরণ, হাওড় এলাকায় চলমান উন্নয়নের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়াসহ জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশংকা রয়েছে এমন প্রকল্প বাস্তবায়ন হতে বিরত থাকা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে যে কোন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্যের উন্মুক্ততা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা, বৃক্ষ নিধন রোধ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে বনায়নের উদ্যোগ গ্রহণের দাবি উত্থাপন করা হয়। মানবনন্ধনে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রফেসর আবদুল গনি, সনাক সদস্য ফিরোজ উদ্দিন ভূইয়া, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া রহমান, সহ সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সদস্য মাহফুজ আরা পলক, জাতীয় মহিলা সংস্থার সদস্য শাহীন সুলতানা, মানবিকতায় কিশোরগঞ্জ এর সদস্য মোনালিসা, এনজিও সমন্বয় পরিষদের সদস্য তারিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply