মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে চরকরণশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুল সিরাজ, সাধারণ সম্পাদক পদে করিমগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুল আলম ও সাংগঠনিক সম্পাদক পদে খামার দেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির বাকি ৩২টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।২৬ মে রোজ শুক্রবার কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এছাড়া যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন সিনিয়র সহ-সভাপতি সূধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন,সহ সভাপতি(পুরুষ-১) ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুর রশিদ,সহ সভাপতি(পুরুষ-২) দক্ষিণ টামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার সরকার,সহ সভাপতি(মহিলা) জঙ্গলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান,যুগ্ম সম্পাদক (পুরুষ) করিমগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সুরাফ উদ্দীন,যুগ্ম সম্পাদক(মহিলা) আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুতুন্নেছা,সহ সম্পাদক(পুরুষ)খয়রত হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাদেকুর রহমান,সহ সম্পাদক(মহিলা) মাঝিরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুমাইয়া আক্তার,মহিলা সম্পাদিকা খুদির জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার,অর্থ সম্পাদক দেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: এরশাদ,দপ্তর সম্পাদক বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিফ আহম্মেদ,ধর্ম সম্পাদক কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম,শিক্ষা সম্পাদক উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম,সাহিত্য সম্পাদক চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সুমন মিয়া,সাংস্কৃতিক ও বিনোদন বিষয়ক সম্পাদক ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শহীদ উল্লাহ,যোগাযোগ সম্পাদক চরকরণশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান,প্রচার সম্পাদক চং নোয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শরিফুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক হাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আজহারুল ইসলাম,ক্রীড়া সম্পাদক সাগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুর রহমান,প্রা: শি: গুন: মা: উন্নয়ন সম্পাদক পিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আল আমিন,সমবায় সম্পাদক খয়রত হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপক চন্দ্র সরকার,কাব স্কাউট সম্পাদক ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল আলম,কল্যাণ ট্রাস্ট সম্পাদক পাথু: আঃ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল্লাহ আল মামুন ও সম্মানিত সদস্যগণ হলেন দক্ষিণ নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, খাকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বুলবুল ফারুক,কিরাটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবির,নাজিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আল আমিন,গুজা: রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ চন্দ্র পাল,উত্তর মনসন্তোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন,হালগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওনক জাহান,তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাতী রানী দেবী,চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা আক্তার মুম।
শিক্ষক সমিতি সূত্র জানায়,প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৫ মে রোজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। এতে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ৩৫ টি পদে একক প্রার্থী হন। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে রোজ শুক্রবার নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করে।
কমিটির অর্থ সম্পাদক মো: এরশাদ মাষ্টার সাংবাদিকদের বলেন, “আমরা সর্বদাই শিক্ষকদের মঙ্গলের জন্য কাজ করবো।বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষকরা বিভিন্ন জায়গায় সঠিক সম্মান পাচ্ছে না,আমরা চেষ্টা করবো অবহেলিত শিক্ষকদের পাশে দাঁড়াতে ইনশাল্লাহ।”
Leave a Reply