ভোরের আলো সাহিত্য আসরের আজ ৯জুন গুরুদয়াল সরকারি কলেজ মাঠের পাশে ৮১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নাট্যকার আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও ভোরের আলো সাহিত্য আসরের পৃষ্ঠপোষক মোঃ শফিউল আলম।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সারা বাংলায় ভাইরাল গান “ভাইসাব হগলে আইছুইন কিতা খাইছুইন আরেকটু বওহাইন” নামের আঞ্চলিক গানের রচয়িতা মোঃ জুয়েল কিশোর, হিজড়া সমাজের সংস্কারক শিল্পী আদুরী সরকার, সংগঠনের উপদেষ্টা হাকীম সুলতান আহমেদ, নিউজ সেভেনটিন বিডি ডটকম এর সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ আবুসাঈদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শিল্পী জসীম উদ্দীন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা শিল্পী মোঃ শাহবাজুর রহমান, বিশিষ্ট কবি ও গীতিকার মোঃ জিয়াউর রহমান, সংগঠনের উপদেষ্টা হাকীম মোঃ সুলতান আহমেদ, নবাগত অতিথি মোঃ সেলিম মিয়া, বহুসংগঠনের পৃষ্ঠপোষক কবি জুটন দাস, মানবতার ডাক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন আওয়াল, গাছপ্রেমিক আলমগীর অলিক, ভোরের আলো সাহিত্য আসরের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, সাংবাদিক সারোয়ার জাহান, বিশিষ্ট শিল্পী মোঃ মাজাহারুল ইসলাম, নারী উদ্যোক্তা শেখ সোমা, সংগঠনের সূচনালগ্নের সদস্য ও কবি মোঃ জুয়েল মাহমুদ সুজন, ভোরের আলোর শিল্পী রীমা আক্তার, সাহিত্য সংগঠনের সদস্য তানিয়া আক্তার, কিশোরগঞ্জের বিশিষ্ট ছড়াকার প্রশান্ত কুমার বিশ্বাস ও সাকিল প্রমুখ।
স্মৃতিব্যানার করার লক্ষে ৩য় পর্বের ফটোসেশনের আয়োজনে বিশেষ কর্মসূচী ছিলো কিশোরগঞ্জের আঞ্চলিক গানের বিশিষ্ট গীতিকার শাহ জুয়েল কিশোরকে তার সৃষ্টিশীল সাংস্কৃতিক কর্মের অবদানের জন্য পুষ্পিত করা।একই সাথে হিজড়া সম্প্রদায়ের সংস্কারক ও সংগঠক শিল্পী আদুরী সরকারকেও পুষ্পিত করা হয়। অতপর এতে কবিতা,গান ও বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে রাখা হয়।
শিল্পী জুয়েল কিশোরকে পুষ্পমাল্য প্রদান করেন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম ও হিজড়া শিল্পীআদূরীকে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের সভাপতি নাট্যকার,গীতিকার ও কবি মোঃ আজিজুর রহমান। সংগঠনের সভাপতি আজিজুর রহমান সকলের কল্যাণ কামনা করে ও সকলকে ধন্যবাদ জানিয়ে স্মৃতিরক্ষা ব্যানার করার ৩য় পর্বের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply