স্বরচিত কবিতা /সাহিত্য
**************কোরবানি হোক মনের পশু
ঈদুল আযহা নামে
আসছে রঙিন খামে
জাহাজ বোঝাই খুশি
শিশু-কিশোর-বুড়ো যত
রাখছে মনে পুষি।
আমার গরু সবার বড়ো
দেখতে সবে হবে জড়ো
ভাবনা আমার এই
অসৎ টাকায় কোরবানি কি
প্রশ্ন ছুড়ে দেই ?
কারো যদি পাওনা থাকে
ঘুরাই তারে কথার ফাঁকে
দিচ্ছি কোরবানি
সেই টাকাতে এই বলিদান
বৃথা হবে জানি ।
সত্য আয়ের অনেক দাম
ঝরবে তাতে প্রচুর ঘাম
সেই টাকাতে “জসো”
আনবে কিনে হাটের দিনে
মারতে মনের পশু।
অনেক আছে আধা ঈমান
সুদ-ঘুষেতে তারা বিমান
কিনবে বড় উট
পড়শি-পাড়ার চোখে তারা
দুষের লিলিপুট।
নামাজ-রোজার ধার ধারিনা
কোরবানি তো না পারিনা
যুগের প্রচলন
তা না’হলে মানের বাজার
বড়ই অচলন ।
Leave a Reply