আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও শপথ অনুষ্ঠান-২০২৩

মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও শপথ অনুষ্ঠিত হয়েছে।১৬ জুন আজ শুক্রবার সকাল ১১ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,করিমগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে ৪০০ এর অধিক শিক্ষকের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মো: জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: ইকবাল ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো: শফিকুর রহমান কাঞ্চন,৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হানিফ, রাবঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন,করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি স্বপন ভান্ডারী,সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মাহমুদ দিপু ও দেহুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমার্ধে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেনের সঞ্চালনায় নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সদ্য সাবেক বিদায়ী সভাপতি হাবিবুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, “প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষা বাচ্চাদের ভালোভাবে না হলে পরবর্তীতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।আপনারা যারা এখানে শিক্ষক উপস্থিত আছেন,আপনাদের প্রতি আশা রাখবো আপনারা বাচ্চাদের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলবেন।”
তিনি আরো বলেন- নব নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পরবর্তীতে আমার সাথে বসবেন।আপনাদের প্রয়োজন বুঝে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের চাহিদা মিটাতে।


চেয়ারম্যান এম এ হানিফ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মূল কারিগর শিক্ষক মহোদয়গণ।রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। শিক্ষকরা হলো সর্বশ্রদ্ধেয়। আপনারা এমন কিছু করবেন না যাতে সম্মানের জায়গাটুকু সংকোচিত হয়।আমি আপনাদের প্রতি আশা রাখবো, আপনাদের সুষ্ঠু শিক্ষাই ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে।


কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, আমরা আজকে এখানে শপথ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে। আমরা সর্বদাই প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবো।বিগতদিনে আমরা জেলা পরিষদের কাছ থেকে ৩ লাখ টাকা পেয়েছিলাম।যা দিয়ে কার্যালয়ের ভিতরে একটা সুন্দর পরিবেশ করতে পেরেছি।এইবারও আমরা আশাবাদি জেলা পরিষদ সমিতির উন্নয়নে হাত বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category