আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুনেধরা সমাজ /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

 

বাঁচার বড়-ই আশা যে তাই
বারংবার মরি
বুকে লালন অগ্নি লাভা
গলা টিপে ধরি।

মনের বেমার সারতে পারে
নাই ডাক্তার-কবিরাজ
এই সমাজের সকল ভাঁজে
অপনীতির হবির রাজ।

সেই অসুখের লেংটা নাচন
ভণ্ড বাবার মাজারে
আমিও ভুল তুমিও ভুল
কেবা-ই দেবে সাজারে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category