আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : এ্যাডভোকেট কামরুল 

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা 
ঢাকা, ১০ জুলাই, ২০২৩ (বাসস) : এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন  হবে। সংবিধানে যা আছে সেই নিয়ম বা আইনের কোন ব্যত্যয় ঘটবে না। নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন কথা বার্তা বলছে। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিদেশীদের কাছে মাথা নত করবে না।

গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির, কেরানীগঞ্জ মডেল থানার নব নির্বাচিত কমিটিরকে সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের এক সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
এ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, বিরোধী দলের উদ্দেশ্য বলেন আপনারা যতই ১ দফা ৬ দফ ৭ দফা আন্দোলনের কর্মসূচি দেন না কেন, কোন লাভ নেই। আমরাও জানি কি ভাবে জবাব দিতে হয়।
তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এখন উন্নতরাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষের চিন্তা ধারনা পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের রূপকথার গল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন রোল মডেল শেখ হাসিনা। তিনি বলেন, কেরানীগঞ্জবাসীর সহযোগিতা কখনো  ভোলার নয় ৭১ এর মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতা অপরিসীম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে সুসংগঠিত হতে নেতা কর্মীদের আহ্বান জানান।
সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহজালাল অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস্ বাংলাদেশের সভাপতি এ.কে.এম. আবদুল হামিদ, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া, থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category