আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • রেজাউল হাবিব রেজা/সম্পাদক

কিশোরগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন – বাজুস’র  উদ্যোগে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে কিশোরগঞ্জ বাজুস ১৭জুলাই (২০২৩) সোমবার বিকেল ২ঘটিকায় এক বর্নাঢ্য র‍্যালির আয়োজন করে ও সেখানে কেক কেটে অনুষ্ঠানের কর্মসূচী সুচনা করা হয়।

পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক এবং মতবিনিময় সভায় মিলিত হয়।

র‍্যালিটি শুরু করতে কিশোরগঞ্জের জুয়েলারি ব্যবসায়ী সংগঠনের সদস্যগণ বড় বাজারস্থ আপন জুয়েলারী প্রতিষ্ঠানে সবাই মিলিত হয়। 

বেলা দুই ঘটিকার সময়  কিশোরগঞ্জ জেলাশাখা বাজুসের সভাপতি গাজী জামাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের করা হয়।র‍্যালিটি আপন জুয়েলার্স থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহর মুখরিত হয় ঢাক-ঢোলকের কাব্যিক দ্যুতনায়। বাজুসের আবেগ উচ্ছ্বাসে জনগণকে প্রদান করে নবতর বার্তা। বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালিতে জানান দেয়া হয় যে,  বিশ্বব্যাপি এখন জুয়েলারি শিল্পের কদর বাড়ছে। বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে গোটাবিশ্বে এখন জুয়েলারি শিল্পের বাজার দখল করতে অনন্য ভুমিকায় অবতীর্ণ হয়েছে। এই আশা-আকাঙ্খার বার্তা ছড়াতেই মূলত কিশোরগঞ্জের এই বর্ণাঢ্য র‍্যালিটিকে আকর্ষণীয় অবয়বে সাজানো হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন কিশোরগঞ্জ বাজুস জেলা শাখার সভাপতি গাজী জামাল উদ্দিন। 

পরে সন্ধ্যায় বাজুস কিশোরগঞ্জ জেলাশাখার অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে গাজী জামাল উদ্দিন এক কেককাটা- মতবিনিময় ও আপ্যায়ন  কার্যক্রমে মিলিত হয়।

বাজুস সদস্যগনের প্রতি মনোবল বাড়াতে গাজী জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জুয়েলারি শিল্পের অগ্রগতিতে বাজুসের দক্ষ নেতৃত্ব বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এখন বিশ্বব্যাপি সমাদৃত এক আলোকবর্তিকার নাম।

আমরা সকল জুয়েলারি ব্যবসায়ীগণ যদি তাঁর নেতৃত্বে একটি মাত্র ছাতায় ঐক্যবদ্ধ হতে পারি ও তার নির্দেশনা মোতাবেক ব্যবসানীতি অবলম্বন করতে পারি তাহলে আমরা সারাবিশ্বে জুয়েলারি ব্যবসাকে শীর্ষ স্থানে নিয়ে যেতে পারি। তাই সায়েম সোবহান আনভীরের প্রতিটি নির্দেশনা আমাদের মেনে চলা উচিত। 

 কিশোরগঞ্জ বাজুস শাখা বিশেষ ভুমিকা পালন করতে চায়। জুয়েলারি ব্যবসার স্বপ্নদ্রষ্টা  সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় কিশোরগঞ্জকে একটি মডেল হিসেবে উদাহরণসৃষ্টি করতে চায়।

 

অনুষ্ঠান শেষে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী জামাল উদ্দিন  কটিয়াদি,পাকুন্দিয়া,করিমগঞ্জ, হোসেনপুর  ও মিঠামইন থেকে আসা সকল প্রতিষ্ঠানের জুয়েলারি ব্যবসায়ীগণকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category