আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়ার মৃত্যু ! সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ!

ভোরের আলো বিডি ডেস্কঃ
গতকাল ২৬ জুলাই, ২০২৩বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে : প্রবীণ সাংবাদিক. সাংবাদিক নেতা ও জাতীয় বার্তা সংস্থা – বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া গত রাতে  নগরীর  রামপুরাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায়  মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। পারিবারিক সূত্রে এ কথা জানানো গেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।

 একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার  হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে  তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দাফনের স্থানের বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে মরহুমের পরিবার।
মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী  শাহজাহান মিয়া  অসুস্থ  হয়ে সম্প্রতি  নগরীর একটি  হাসপাতালে  চিকিৎসা নেন।
বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অদ্যাপক ড: আ আ ম স  আরেফিন  সিদ্দিক,  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক  আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  প্রকাশ করেছেন।

অপরদিকে বাংলাদেশের সাংবাদিক অঙ্গণের আইকন তথা সাংবাদিক নেতৃত্ব কুদ্দুস আফ্রাদ,  জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা শাহজাহান মিয়ার মৃত্যুতে পৃথক পৃথক শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্যাপন করেছেন। একই সাথে
তারা মরহুমের  বিদেহী  আত্মার মাগফিরাত  কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category