মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
ভোরের আলো সাহিত্য আসরের ৮২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল কেয়ারে সকাল ৯ ঘটিকায় এই সাহিত্য সভাটি অনুষ্ঠিত হয়। নাট্যকার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি আর ডিবির অবসরপ্রাপ্ত পরিচালক ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা এড.মোঃ নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাট্যকার আতাউর রহমান খান মিলন, অনুষ্ঠানের স্থানদাতা ডাঃ মোঃ হিরা মিয়া, ভোরের আলো সাহিত্য আসরের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, নারী নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক ও সাংবাদিক মোঃ সারোয়ার জাহান।
সংগঠনের নিয়মিত শিল্পী মোঃ আজহারুল ইসলাম, শিল্পী রাখাল চন্দ্র দাস, লেখক ও ইসলামিক সংগীত শিল্পী আবু তোরাব মোঃ ফুরকান উদ্দিন, লেখক মোঃ মাহাদী হাসান, কবি মুরতাজা জামাল, শিল্পী হামিদুর রহমান হামিদ ও মোস্তাকিম প্রমুখের গান,আবৃত্তি ও বক্তব্যের ব্যঞ্জনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল অনুষ্ঠান।এছাড়া তরুণদের উদ্দেশ্যে প্রবীণদের দিক-নির্দেশনা ও প্রেরণা দান ছিলো এ অনুষ্ঠানের বিরাট প্রাপ্তি।
পরিশেষে সভাপতি আজিজুর রহমানের সমাপনী ভাষণে ভোরের আলো সাহিত্য আসরের ৮২৩ তম সভার কার্যক্রম সমাপ্ত হয়।
Leave a Reply