আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু মশার জীবন চক্র /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

✍️✍️✍️জিয়াউর রহমান✍️✍️✍️

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

পানি জমা নানান বাসে
অধিক সময় যেখানে
এডিস মশা বংশ বাড়ায়
ঘাপটি মারে সেখানে।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

উদ্ভিদ-ফলের রস আহারে
জীবন কাটে তার,
গর্ভকাল-ই রক্ত চুষে
ডেঙ্গু ক্যারেকটার।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

রক্ত ছাড়া ডিম ফুটেনা
ডিম পাড়িলেও তায়,
তার করণেই স্ত্রী মশাটি
রক্ত চুষে খায়।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

রক্ত নিয়ে দেয় উপহার
ডেঙ্গু নামে জ্বর,
যার প্রভাবে ক্ষতিসহ__
প্রাণ হারানোর ডর।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

ডিম হতে লার্ভা দেখা
চার-পাঁচদিন লাগে,
জন্ম বেশি এই মশকে
জুন-জুলাইয়ের ভাগে।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

রক্ত ছাড়াও এই মশারা
ফল ফলাদি খায়,
মিষ্টি ফলের অধিক ফলন
জুন-জুলায়-ই পায়।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

ফলের ঝুটা জেনে বুঝে
ফেলতে হবে আড়ালে,
পায়না যেন খুব সহজে
খাবার হাত বাড়ালে।

🚮🚮🚮🚮🚮🚮🚮🚮

এডিস মশার কঠিন ছোবল
তারাই শুধু জানে,
বুঝলো যারা অর্থ-জ্বালা___
অকালে প্রাণ দানে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category