“জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে আমি মুগ্ধ হয়েছি” -জানালেন মিডিয়া কোটায় মনোনয়ন প্রত্যাশী নড়াইল দুই আসনের সম্ভাব্য প্রার্থী লায়ন নুর ইসলাম। নড়াইল ২ আসনে সমস্ত ইউনিয়ন এবং পৌরসভা ঘুরে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এবং আন্তরিকতা দেখেছেন তাতে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানান।
আজ গণসংযোগ চলাকালে লায়ন নুর ইসলাম বলেনঃ নড়াইল দুই আসনকে জবাবদিহিতা মূলক সংসদীয় এলাকা ও দেশের রোল মডেল হিসাবে গড়ে তুলতে চান। তিনি আরো বলেন ঃ একজন এমপি-ই পারে তার আসনে রাজনীতিকে গতিশীল রাখতে এবং জনমনে স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনতে। তিনি বলেনঃ সাধারণ মানুষের মনে যে চাপা ক্ষোভ ও রাজনীতির প্রতি অনিহা তার জন্য শুধু কিছু নেতা-ই দায়ী। চলমান রাজনৈতিক পরিস্থিতির অবসান ঘটিয়ে তিনি নতুন দিগন্তের সৃষ্টি করবেন বলে এলাকার জনগণকে আশ্বাস দেন।
তিনি একদিকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহি পরিষদের চেয়ারম্যান, অপরদিকে ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেরও প্রস্তাবক ও প্রবর্তক।
Leave a Reply