সাহিত্য/স্বরচিত ছড়া
হাওয়ায় দুলে নামল মেঘ
বৃষ্টি ঝরা গানে
ভূমির বাড়ি সেই খুশিতে
প্রাণের স্পর্শ আনে।
টাপুর টুপুর মধ্য দুপুর
ঝরছে অঝোর ধারা
সাগর-পাহাড় মরু-বনে
জাগলো বুঝি সাড়া।
লতা -পাতা-ডালা বেয়ে
পরছে টিনে ধুম
ঝুম ঝুমাঝুম বাজনা শুনে
খুকির পেল ঘুম।
Leave a Reply