আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জলবায়ুর ক্যান্সার/মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

 

ঝরছে মেঘো জল
জমিতে হাঁটু তল
চোখ যেদিক-ই যায়রে,
অন্ন ফলাবে কৃষক কোথায়
এ বুঝি গজব হায়রে।

উজানের আসা পানির ঢলে
ভাসমান মাঠ যায় অতলে
সবজি ক্ষেতে হানা,
এ যেন মহা বিপদ
থাকবে টাকা তবু থাকবেনা শস্য জানা।

একের পরে এক দুর্যোগ
পোহাব আর কত দুর্ভোগ
বালা মুসিবত জ্বালা,
রোগ-ক্ষমতা-অভাবের লড়াই
এ যেন ধ্বংস হবার পালা।

পিপাসা মিটাতে প্রাণের নাশ
জীবন চক্র করছি গ্রাস
ক্যান্সারে পতিত জলবায়ু,
কে ফিরাবে কাহারে বলো
মানবের সৃষ্ট সেই জীবাণু তাই কমছে ধরণীর আয়ু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category