সাহিত্য/স্বরচিত কবিতা
হে মহা সাগর
তোর যে উদর
হোকনা গহিন থাকনা স্রোতের বল্
আমার চোখের নোনা পানিই
তোর গর্জনের সম্বল।
জানিস তুই তোর পানি
এতো কেন নোনা
আমার দুখের তিক্ত সিরায়
হয় যে তাহা বুনা।
তুই বড় স্বার্থপর “সাগর”
মৃত’রা হয় যে তোর পর্
প্রাণ হারালে ক্ষুদ্র ঝিনুক,
কিনারে ঠ্যালিস তারে বুকে না রেখে
অথচ সুসময়ে চুষেছিস কি সুখ।
Leave a Reply