আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেট আসক্ত বিশ্ব /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

ইচ্ছা করে দেখতে ভাই
হঠাৎ হলো এমনটাই
“আইফোনটা”বাতিল বলে গন্য,
বিশ্বজুড়ে আইন করেছে
পৃথিবী বাঁচানোর জন্য।
🍁🍁🍁🍁🍁🍁🍁
বাটন মোবাইল থাকবে হাতে
প্রয়োজন-ই কথা তাতে
মুক্তি পেতাম মিডিয়া নেশা ছেড়ে,
যার কারণে ভক্তি ভুলে
নষ্টামি সব আসছে শুধু বেড়ে।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
হৃদ্রতা যেন গেছে অনেক কমে
ধরলো যখন নেট ভাইরাস যমে
পরিবারে সংখ্যা আমার তিন,
এক দেয়ালের মাঝে থেকেও
ভিন্ন চলার সিন।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
খুব দরকার হলে পরে
কথা চলে অল্প করে
নেট নেশাতেই সময় মোদের কাটে
ধর্ম-সমাজ গোড়ামী ঢেকে
বিপথে জীবন হাঁটে।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
একটি দিনের অধিক সময় গ্রাস
মোবাইল দেখেই হচ্ছে সর্বনাশ
কেমন বিনাশ তায়,
এক জীবনের দামী সময়
তার দেখাতেই যায়।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
দু’হাত দিয়ে কত কাজ বাকি
নেশায় পড়ে দিলাম তারে ফাঁকি
ভাইরাল আমার রোগ,
মিডিয়ার রাজে ছোট -বড়
পালছি দুর্ভোগ।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
এ জগতে যত প্রাণ আছে
জীবন চক্র ধরে সবাই বাঁচে
কেউ নগণ্য নয়,
কোন প্রাণ বিলুপ্ত হলে
জীবন যাতনা ময়।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
অতি রশ্মি মারছে প্রাণ
জীবন চক্রে বাধার গান
যদিও প্রমাণ নাই,
খোঁজতে গিয়ে প্রমাণ নিয়ে
মিলবে পুড়ে ছাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category