আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু!

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাদরাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।৪ সেপ্টেম্বর(সোমবার)সকাল ১০টার দিকে কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চৌগাংগা পুরান বাজার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ওরফে হাশিম (৪৫)।তিনি ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। অপরজন কাজলা মধ্যপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল চালক সম্রাট (৪০)।

তার বড় ভাই চৌগাঙ্গা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন তার পরিচয় নিশ্চিত করে জানান, করিমগঞ্জের সুবহানিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য আমার ভাই রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে এটি মৃত্যু নয় হত্যা। পিছন দিক থেকে ঘাতক ট্রাক তাদের পিষ্ট করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীদের পাশ কাটিয়ে যেতে গিয়ে পেছনের চাকায় পিষ্ট করে পালিয়ে যায় ঘাতক ড্রাইভার। তাৎক্ষণিক দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৮৫৮) আটক করা হয়েছে।

কাজলা গ্রামের জহির রায়হান জানান,নিহত মোটরসাইকেল চালক সম্রাট মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন।সে একজন দক্ষ মোটরসাইকেল চালক।

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category