আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদককে ফুল দিয়ে বরণকে কেন্দ্র করে ঘটিত সংঘর্ষে আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ ১০ নেতাকর্মী।

ভোরের আলো বিডি ডেস্ক
ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্দেশ্যে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দুই গ্রুফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৬শে সেপ্টেম্বর (মঙ্গলবার) পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে নয়নের সমর্থকরা অনেকেই আহত হয়।তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন এবং সাবেক পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন।
আহত ছাত্রলীগ নেতা লুৎফর রহমান বলেন, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের ফুল দিতে গিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের মাধ্যমে হামলার শিকার হয়েছি। হামলায় আমিসহ ৮–১০ জন আহত হয়েছি। এর মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি আছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’
জানা গেছে, ২০২০ সালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। ওই তিনজনকে দিয়ে তিন বছরের বেশি সময় ধরে ছাত্রলীগ চলছে। তাঁদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব একটি পক্ষ সক্রিয় ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে অন্য পক্ষ সক্রিয়।

কিশোরগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের আগমন উপলক্ষে চার দিন আগে সংবাদ সম্মেলন করে ওই তিন সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবি জানান সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। এ ঘটনায় দু-তিন দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category