ভোরের আলো বিডি ডেস্ক
ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্দেশ্যে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দুই গ্রুফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৬শে সেপ্টেম্বর (মঙ্গলবার) পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে নয়নের সমর্থকরা অনেকেই আহত হয়।তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন এবং সাবেক পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন।
আহত ছাত্রলীগ নেতা লুৎফর রহমান বলেন, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের ফুল দিতে গিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের মাধ্যমে হামলার শিকার হয়েছি। হামলায় আমিসহ ৮–১০ জন আহত হয়েছি। এর মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি আছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’
জানা গেছে, ২০২০ সালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। ওই তিনজনকে দিয়ে তিন বছরের বেশি সময় ধরে ছাত্রলীগ চলছে। তাঁদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব একটি পক্ষ সক্রিয় ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে অন্য পক্ষ সক্রিয়।
কিশোরগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের আগমন উপলক্ষে চার দিন আগে সংবাদ সম্মেলন করে ওই তিন সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবি জানান সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। এ ঘটনায় দু-তিন দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
Leave a Reply