আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিতা :জয় বাংলা /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত

স্বাধীনতা মানে কি
ফিলিস্তিনের পরিণতি দেখে
অনুভবে আজ বুঝি।

আনলো যারা স্বাধীনতা
তারাই মোদের জনম দাতা
বাংলার ইতি কথা।

দেশের তরে তাঁদের কেমন বলিদান !
স্বাধীনতা দিয়ে আমায়
করেছে মরণ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category