আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ৮৩৬ তম সভা অনুষ্ঠিত

ভোরের আলো ডেস্কঃ
আজ ২৭ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন থানা মার্কেটের মডার্ন ডেন্টাল কেয়ারে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা, অবসর প্রাপ্ত সেনা সদস্য এস এম মোঃ জাহাঙ্গীর আলম, আরেক অবসর প্রাপ্ত সেনা সদস্য ও উপদেষ্টা শিল্পী মোঃ জসীম উদ্দীন,

সাহিত্য আসরের উপদেষ্টা হাকীম মোঃ সুলতান আহমেদ।

ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত ভোরের আলোর প্রধান সমন্বয়ক নতুনদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হাজী মোঃ আবু সাঈদ, গীতিকার ও কবি মোঃ জিয়াউর রহমান, জ্যানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক, ভোরের আলো সাহিত্য আসরের সদ্য নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দৈনিক সমাজ সংবাদ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি পুলক কিশোর গুপ্ত, সাহিত্য আসরের নবাগত উপস্থিতি বাউল মোঃ কবির হোসেন, মর্মী কবি ও শিল্পী মোঃ হামিদুর রহমান, কৌতুক উপস্থাপক বিমল চন্দ্র ও ইসলামি গজল পরিবেশক মোঃ আরিফুল ইসলাম ইমন।
ভোরের আলো সাহিত্য আসর সমাপ্তির কিছু আগে সংগঠনের বিশেষ দুটি পদে মনোনীত দু’জনের নাম ঘোষণা দেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান। তারা হলেন প্রধান সমন্বয়ক পদে সাংবাদিক হাজী মোঃ আবু সাঈদ ও সাংস্কৃতিক সম্পদক পদে শিল্পী মোঃ মাজহারুল ইসলাম। প্রধান সমন্বয়ক ডাঃ মোবারক হোসেন মারা যাওয়ায় এ পদটি দীর্ঘ দিন শূণ্য ছিল এবং শিল্পী নিরব রিপন চাকুরীতে যোগদান করায় ও কিশোরগঞ্জের বাইরে থাকায় সাংস্কৃতিক সম্পাদক পদটিও অকার্যকর ছিল। ফলে ভোরের আলো সাহিত্য আসরের ত্যাগী দু’ ব্যক্তিকে এ শূণ্য দু’পদে অধিষ্ঠিত করা হয়।

অনুষ্ঠান শেষে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে ভৈরবে ট্রেন দূর্ঘটনায় নিহত ব্যক্তিদের জান্নাতের সর্বোচ্ছ স্থান দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়

এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদ্বয়কে সামনের ৮৩৭ তম সভায় পুষ্পিত করার ঘোষণা দিয়েছেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি। সবশেষে সভাপতি আজিজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category