আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার আধা বেলা হরতাল।

মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

কিশোরগঞ্জে আধা বেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।৩০ নভেম্বর(মঙ্গলবার) সন্ধ্যার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি ঘোষিত হয়।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন-বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া নিহত ও দুই শতাধিক নেতাকর্মী  আহত হয়।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।

তাছাড়া হরতাল সফল করার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের সকল নেতাকর্মী ও জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তির পূর্বে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি প্রসঙ্গে পুলিশ সুপার রাসেল শেখ জানান-কুলিয়াচরে পুলিশ সদস্যরা সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে ও নিজেদের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category