ভোরের আলো ডেস্ক রিপোর্ট:
গান-কবিতা-কৌতুক ও নির্বাচনী আলোচনায় অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের ৮৪৭তম সভা।১২জানুয়ারি-২৪,শুক্রবার সকাল ৯টায় শহরের থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে ভোরের আলো সাহিত্য আসরের এ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা দন্তচিকিৎসক মো: হিরা মিয়ার সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা, বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা করিমগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক প্রভাষক সারোয়ার জাহান।
অন্যান্যদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শফিউল আলম,বেসরকারি গণ গ্রন্থাগার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন,এডভোকেট সমরকান্তি সরকার,ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী এ কে এম জসীম উদ্দীন,শিল্পী আবুল কালাম আজাদ,ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম,জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক,মানবাধিকার কর্মী ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মির্জা মাহবুবা বেগ মৌসুমী,শিল্পী রাখাল চন্দ্র দাস,শিল্পী হামিদুর রহমান(হামিদ),কিশোর শিল্পী আরিফুল ইসলাম ইমন,টিকটকার আল তুহিন বাপ্পি ও মো: জনি মিয়া।
অনুষ্ঠানে বিগত ৭জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা বর্ণনা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া,প্রিজাইডিং অফিসার বিমল চন্দ্র ভৌমিক,সাংবাদিক সারোয়ার জাহান ও মির্জা মাহবুবা বেগ মৌসুমী।
তা ছাড়া গান-কবিতা ও কৌতুকে প্রাণবন্ত হয় এই আসরটি। সর্বশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply