প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীন প্রধান বিচারপতির দায়িত্ব (কার্যভার) পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।
শনিবার (২২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হন। আগামী ৩১ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। এসময় পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব (কার্যভার) পালন করবেন এম ইনায়েতুর রহিম।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তার অবর্তমানে জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
Leave a Reply