(নিজস্ব প্রতিবেদক) কবিতা পাঠ, বক্তব্য প্রদান, সঙ্গীত পরিবেশন, মর্ম ব্যথার রোমন্থন ও মোনাজাতের মধ্যি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের ১১৭২ সভা ( অলিখিত প্রোগ্রামগুলো যুক্ত করে)।
আজ ১২এপ্রিল(শুক্রবার)সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় ও নাট্যকার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির উপপরিচালক কবি ও ছড়াকার, মুক্তিযোদ্ধা প্রজন্মের লেখক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম গ্রেডের শিল্পী মোঃ আবুল হাশেম,কিশোরগঞ্জের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনয়ে গণমানুষের মনে স্বপ্ন আঁকার বাতিঘর মোঃ আতাউর রহমান খান মিলন,শিল্প-কলকারখানা ও শ্রমকল্যাণ মন্ত্রণালয়ে চাকুরীজীবি বায়েজিদ খান মিল্কী,কৃষিব্যাংকের সাবেক ম্যানেজার আলো সাহিত্য আসরের সিনিয়র সহসভাপতি কবি মোতাহের হোসেন,সোনালীব্যাংক পাকুন্দিয়া শাখার ম্যানেজার কবি-সাহিত্যিক-সৃষ্টিশীল চিন্তক ও ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি বিমল চন্দ্র ভৌমিক,অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা লায়ন এসএম জাহাঙ্গীর আলম,ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা হাকীম মোঃ সুলতান আহমেদ,তথ্য সংগ্রাহক,কবি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকুরী রত, ভো্রের আলো সাহিত্য আসরের সাধারন সম্পাদক আমিনুল হক সাদী,যুব আওয়ামীলীগের নেত্রী, সাংস্কৃতিক উজ্জীবক আনোয়ারা বেগম,ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক শিল্পী মোঃ জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক,শিল্পী মোঃ মাজহারুল ইসলাম,সাহিত্য সম্পাদক কবি মোঃ মুর্তাজা জামাল,সংস্কৃতিপ্রেমী সামিরা সুলতানা শিউলী ও শিল্পী রাখাল চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে সংকলন প্রকাশ ও ভোরের আলো সাহিত্য আসরের ২২তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।অনুষ্ঠান শেষে সংগঠনের প্রয়াত ও অসুস্থ ব্যক্তিদের জন্য মোনাজাত পরিচালনা করেন আমিনুল হক সাদী।
আসর শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি আজিজুর রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply