আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মামা-ভাগ্নে ২ মোটর সাইকেল যাত্রী বাসের চাপায় নিহত ।

ভোরের আলো ডেস্কঃ

মামা-ভাগ্নে ২মোটর সাইকেল যাত্রী বাসের চাপায় নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১টার সময় কিশোরগঞ্জ -ভৈরব বিশ্বরোডের কামালিয়ারচর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এতে নিহত হয় বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের দুই মোটরসাইকেল যাত্রী। নিহতরা হলেনঃআবদুল্লাহ আল রাজীবের ছেলেআশরাফুল ইসলাম লাদেন (২০) ও মোঃ দিলবাহারের ছেলে মামুন -অর-রশিদ মামুন (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নিহত দুইজন একটি মোটর সাইকেলে চড়ে বাজিতপুর থেকেকিশোরগঞ্জ সদরে যাচ্ছিলেন। তখন ঘড়িতে দুপুর ১ টা বাজছিলো। এ সময় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত প্রস্থান করে। তাৎক্ষণিকভাবে এ দুইজন মৃত্যুবরন করে। বাসের কোনো নাম্বার জানা যায়নি।

লাশ দুটো শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category