(নিজস্ব প্রতিবেদন)কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১১৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৯ফেব্রুয়ারি(শুক্রবার) শহরের মডেল থানা মার্কেস্থ ভোরের আলো সাহিত্য আসর কার্যালয়ে নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ২য় প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম,সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক,সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,যুগ্মসম্পাদক মোঃ শাহীন মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হাসান রুবেল,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ সারোয়ার জাহান,অর্থ ও দপ্তর সম্পাদক ডাঃ মোঃ হিরা মিয়া,সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাকীম মোঃ সুলতান আহমেদ,সাহিত্য সম্পাদক মোঃ মর্তুজা জামাল,নিয়ম-নীতি ও শৃংখলা বিষয়ক সম্পাদক মোঃ হিরন আকন্দ,কার্যকরী সদস্য আলমগীর অলিক,প্রিয়া দেবনাথ,আমির হামযা,নিপা আক্তার,পপি আক্তার,সামিয়া আক্তার,সালামুন আক্তার প্রমুখ।
স্বরচিত কবিতা,সঙ্গীত ও আলোচনায় প্রাণবন্ত ছিল আসরটি। সাহিত্য আসরের ফাঁকে এক পারিবারিক সহিংসতা বিষয়ক সংবাদ সম্মেলন বিবরণ শোনা হয়। অবশেষে সভাপতি আজিজুর রহমান আগামী তারিখের ভোরের আলো সাহিত্য আসরের ২১বর্ষ পূর্তি উপলক্ষে সবাইকে কাজ করে যাবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।আহ্বানের পাশাপাশি সকল অসুস্থ রোগীদের রোগ নিরাময়ের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply