আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা হাফিজুর রহমানের কন্যা মারিয়া

ভোরের আলো ডেস্কঃ

মারিয়া তাসনিম প্রাপ্তি এবার এসএসসি পরীক্ষা ২০২৪এ,এস.ভি. সরকারি বালিকা উচচ বিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে বিজ্ঞান বিভাগ এ অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়েছে।

মারিয়া প্রতিনিয়ত লেখাপড়ায় মনযোগী। তাই তার এ অর্জন।
সে  লেখাপড়ার পাশাপাশি প্রাপ্তি গান, কবিতা,আর্ট, দাবা, কুটিরশিল্প ইত্যাদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশ নিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পর পর সে ২বার জাতীয় শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে মনোনীত হয়েছে  এবং মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত স্বর্ণপদক গ্রহণ করেছে।
অবসর সময়ে প্রাপ্তি গল্পের বই ও পত্রিকা পড়তে খুব ভালোবাসে।

তার ভাল ফলাফল এর জন্য তার স্কুল,তার শিক্ষক-শিক্ষিকা,তার মা-বাবা ও সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে।পরম প্রবীণদের কথা শ্রদ্ধার সাথে সে স্মরণ করে ।তার বাবা একজন সরকারি কর্মকর্তা।বিআরডিবির উপপরিচালক হিসেবে বর্তমানে কর্মরত অফিসার।
‘প্রাপ্তি’র গর্বিত মা-বাবা সকলের কাছে দোয়াপ্রার্থী। সে যেন একজন আলোকিত মানুষ হতে পারে।বড় হয়ে যেন কর্মক্ষেত্রে সে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করতে পারে।মারিয়া তাসনিম প্রাপ্তির পিতা ভোরের আলো সাহিত্য আসরের একজন নিষ্ঠাবান উপদেষ্টা। নাম মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া।  তিনি বর্তমানে ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

মারিয়া তাসনিম প্রাপ্তির পরিবার সূত্র থেকে জানা যায়, সে একজন আলোকিত পরিবারের প্রজন্ম। তার পিতা ও কাকারা সবাই উচ্চশিক্ষিত। মারিয়ার দাদী একজন রত্নগর্ভা মা হিসেবে প্রশংসিত ছিলেন। মারিয়ার ভাই পূণ্য ৯ম শ্রেণির পড়ুয়া ছাত্র। সে-ও জাতীয় পর্যায়ে কালচারাল প্রোগ্রামে অংশ নিয়ে থাকে এবং মেধার সাক্ষর রেখে চলেছে। মারিয়ার মা সুফিয়াও একজন ভালো শিক্ষিকা হিসেবে আলচিত মানুষ। ভোরের আলো সাহিত্য আসর মারিয়াকে তার কৃতিত্বের জন্য বিগত দিনে সংবর্ধনা দিয়েছে। এবারের অর্জনে সবাই তার প্রতি অত্যন্ত খুশি। আগামী দিনে মেধার তালিকায় আরো শীর্ষে আরোহন করুক সেই প্রত্যাশাই করছে তার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category