ডেস্ক রিপোর্টঃ
এসেই মন জয় করলেন নিসফা।সেলাই মেশিন প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিসফা।
দেহুন্দা ইউনিয়নের সাবেক মেম্বার হাজী সাহেদ আলী সাহেবের মেয়ে তিনি। পিতার পদাঙ্ক অনুসরণ করে অল্প বয়সেই জনগণের সেবায় আত্মনিয়োগ করতে নিজেকে পরীক্ষার মানদণ্ডে উঠিয়েছেন। করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে করিমগঞ্জের পূর্ব দক্ষিণ অঞ্চলের একমাত্র প্রার্থী হওয়ায় আঞ্চলিকতার দিক থেকে তিনি এগিয়ে আছেন। বিশেষ করে সুতারপাড়া, নিয়ামতপুর, দেহুন্দা, গুনধর, কিরাটন ও বারঘরিয়া ইউনিয়নসহ পৌর এলাকায় রয়েছে তার একচেটিয়া প্রভাব।
অল্প বয়সী ও অবিবাহিত নিসফা জনকল্যাণে সর্বশক্তি নিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
Leave a Reply