৯ আগস্ট-২০২৪, শুক্রবার সকাল ১১ঘটিকায় গুরুদয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৩ তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন “অথচ এবং ইত্যাদি” বইয়ের লেখক কবি মোতাহের হোসেন।
গাছ রোপণের মধ্যি দিয়ে প্রথম পর্যায়ে নির্মল বাতাসে প্রাণ রক্ষাকারী অক্সিজেন উৎপন্ন করার লক্ষে এ কর্মসূচি পালন করা হয়। গাছ প্রেমিক হোসেন আলমগীরের ব্যবস্থাপনায় গুরুদয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল ১১ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা, শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আবু সাঈদ, ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি ১১৯৩ নং অনুষ্ঠানের সভাপতি কবি মোতাহের হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, অবসর প্রাপ্ত সমবায় কর্মকর্তা মো: শহীদুল্লাহ, সংগঠনের নারী সদস্য আকলিমা আক্তার ও গাছ তদারককারী মোঃ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছিলো কিশোরগঞ্জ ইতিহাস ওইতিহ্য সংরক্ষন কমিটির সদস্যরা। গাছ রোপণের এ অভিযান অব্যাহত থাকবে। চলমান থাকবে দেশ গড়ার নানা উদ্যোগ।
Leave a Reply